• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

বছর শেষে কয়েক দফা ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। ২ ঘণ্টা সময়ের ব্যবধানে বিস্তীর্ণ এলাকায় পরপর চারবার কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পগুলো ছিল মাঝারি মাত্রার। খবর এনডিটিভির।

সোমবার রাতে চারবার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জাতীয় ভূমিকম্প কেন্দ্র নিশ্চিত করেছে। প্রথম আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল চার দশমিক সাত। স্থানীয় সময় সোমবার রাত ১০টা ৪২ মিনিটে ওই ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্র ছয় মিনিট পরেই আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক ছয়। অপরদিকে রাত ১১টা ২০ মিনিটে শেষ ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল পাঁচ দশমিক ৪।

পরপর চারবার ভূমিকম্প আঘাত হানায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা