• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মালয়েশিয়ায় ফাঁসির হাত থেকে রক্ষা পেল দুই বাংলাদেশি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

মালয়েশিয়ায় ফাঁসির হাত থেকে রক্ষা পেল দুই বাংলাদেশি। তিন বছর আগে রোহিঙ্গা নাগরিক হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল।

বুধবার পেনাং হাইকোর্টের বিচারপতি দাতুক আক্তার তাহিররের আদালতে মামলায় আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই বাংলাদেশিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

তারা হলেন মো. দেলোয়ার হোসেন ও বরুণ ধর। তবে খালাসপ্রাপ্ত দুই বাংলাদেশির ঠিকানা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৩ জুন রোহিঙ্গা নাগরিক মো. ইসহাক কবিরকে হত্যার অভিযোগে দুইজন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। হত্যাকাণ্ডের শিকার ইশরাক কবিরের ভাই দুই বাংলাদেশির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনেন।

দীর্ঘ তিন বছর হত্যাকাণ্ডের পর্যালোচনা শেষে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় এ দুই বাংলাদেশিকে খালাস প্রদান করেন আদালত।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা