• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মোদিকে পাকিস্তানের আকাশে ঢুকতে দিবেন না ইমরান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৯  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে দেয়ার অনুরোধ জানিয়েছিলো নয়াদিল্লি। কিন্তু এবারও এতে আপত্তি তুলেছে ইসলামাবাদ ৷ এ নিয়ে গত কয়েক সপ্তাহের মধ্যে তিনবার আকাশসীমা ব্যবহারের ভারতীয় অনুরোধ প্রত্যাখ্যান করলো পাকিস্তান।

জানা যায়, সৌদি আরব সফরের সময় প্রধানমন্ত্রী মোদি যাতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারেন তার জন্য অনুরোধ করেছিল ভারত ৷ কিন্তু নয়াদিল্লি সরকারের সেই আবেদন নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান ৷

পাকিস্তান জানিয়েছে, অধিকৃত জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের ওপর ভারত সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন ৷ এমনকি তারা এই বিবৃতি লিখিত আকারে ভারতীয় হাই কমিশনকেও পাঠিয়েছে ৷

এ সম্পর্কে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ভারত সরকার। তাই ভারতীয় বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ শুধু তাই নয়, কাশ্মীরিদের সমর্থনে রোববার দিওয়ালির দিন কালো দিবস পালন করছে পাকিস্তান ৷

এর আগে আইসল্যান্ড সফরের সময় ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দকেও আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ইসলামাবাদ। এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার কাছে নালিশ করার প্রস্তুতি নিচ্ছে ভারত।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট কাশ্মীরের ওপর থেকে বিশেষ ব্যবস্থা তুলে নেয় মাদি সরকার। এ ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকবার সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে দু দেশের সেনাবাহিনী। এসব সংঘর্ষে দু পক্ষেরই বহু সেনা ও সাধারণ মানুষ মারা গেছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা