• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ইয়েমেনে আল-কায়েদার ভয়াবহ হামলা; ২০ সেনা নিহত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

জঙ্গি সংগঠন আল-কায়েদার বন্দুকধারীরা ইয়েমেনের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ সেনা সদস্য নিহত হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে দেশটির আবিয়ান প্রদেশে এ হামলা শুরু হয়। গতকাল শুক্রবার সকাল পর্যন্ত এ সংঘর্ষ চলে। 

দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। 
 
জানা গেছে, জঙ্গিরা ইয়েমেনের আল মাহফাদ সেনাঘাঁটিতে বৃহস্পতিবার মধ্যরাতে রকেট চালিত গ্রেনেড হামলা চালায়। 

জঙ্গিরা প্রথমে ক্যাম্পটিতে আক্রমণ করে দখল এবং অস্ত্র ও অন্যান্য উপকরণ লুট করে। পরে তারা সেখানে আগুন ধরিয়ে দেয়। 

তাৎক্ষণিকভাবে এ ঘটনার দায় স্বীকার করেনি আল-কায়েদা। 

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, এ আক্রমণটি জঙ্গিগোষ্ঠীর সমস্ত বৈশিষ্ট্য বহন করে।

প্রসঙ্গত, ইয়েমেনের দক্ষিণের প্রধান শহর এডেনে ভয়াবহ হামলার ঠিক একদিন পর আবিয়ানে এ হামলা চালনা হয়। এডেনে ওই জোড়া হামলায় কমপক্ষে ৫১ জন নিহত হয়। গত দুই বছরের মধ্যে এডেনে এটাই ছিল সবচেয়ে বড় হামলা।

সূত্র : গালফ নিউজ, ওয়াশিং২টন পোস্ট 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা