• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সিটি ও পৌরসভা এলাকায় ছাদবাগান করলে হোল্ডিং ট্যাক্সে ১০ শতাংশ ছাড়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ জুন ২০২৩  

সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে হোল্ডিং ট্যাক্সের ১০ শতাংশ ছাড় দেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। তাপমাত্রা কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৪ জুন) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সভা সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, যারা ছাদ বাগান করবে সাথে সাথে যথাযথভাবে পরিচর্যা করতে হবে যাতে সেখানে মশা জন্ম না নেয়। সেক্ষেত্রে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স ছাড় দেওয়া হবে। এটি সব সিটি করপোরেশনের জন্য প্রযোজ্য হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে।

মন্ত্রী বলেন, প্রণোদনা যেখানে দেওয়া হবে সেখানে এটি বলা থাকবে যে যারা ছাদ বাগান করবেন সাথে যেনো মশার প্রজনন না হয় সেই শর্তে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে। ছাদ বাগান করার জন্য কিছু আর্কিটেকচারিয়াল বিষয় আছে, সেগুলো মাথায় রেখে করতে হবে।

তাজুল ইসলাম বলেন, যার যার এলাকার মেয়ের আছে তারা সর্বিক বিষয় ঠিক করে দেবেন। আজ এ সংক্রান্ত পরিপত্র জারি হবে, এরপর থেকেই এটি কার্যকর হবে। বাংলাদেশের সব সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় ছাদ বাগান করলে এই প্রনোদনা দেওয়া হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা