• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

করোনা নিয়ন্ত্রণে সুইডেন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনপিএফ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

বাংলাদেশ করোনা মহামারি নিয়ন্ত্রণে সুইডেন এমনকি ভারতের চেয়ে ভালো সক্ষমতা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক তহবিল'র (ইউএনপিএফ) বাংলাদেশ প্রতিনিধি ড. আশা তোরকেলসন।

আজ মঙ্গলবার পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। বাংলাদেশে প্রায় সাড়ে ৪ বছর দায়িত্ব পালন শেষে আজ পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন।

মন্ত্রী বলেন, ইউএনপিএফ প্রতিনিধি তার নিজ দেশের জনসংখ্যা ৯০ লাখ উল্লেখ করে বলেন সেখানে বাংলাদেশে জনসংখ্যা ২০ গুণ বেশি। অথচ করোনায় মৃত্যু ২ দেশে প্রায় সমান।

করোনাকালে সরকারের ভূমিকার প্রশংসা করে জাতিসংঘ প্রতিনিধি আরও বলেন, টিকা নেওয়ার ক্ষেত্রে এ দেশের মানুষের সাড়া অনেক বেশি। পৃথিবীর অনেক দেশ এমনকি আমেরিকাতেও টিকার বিষয়ে অনেকের বিরোধিতা আছে।

অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত বলেও এই প্রতিনিধি পরিকল্পনামন্ত্রীকে জানিয়েছেন। তিনি বলেন, গত ৬ মাস আগে অর্থনীতিতে যে স্থবিরতা ছিল এখন তা করোনাপূর্ব অবস্থায় ফিরে এসেছে।

তিনি বলেন, 'যা দেখছি, পূর্ণমাত্রায় চাঞ্চল্য ফিরে এসেছে।'

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা