• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেড়শ বছরেরও বেশি সময়ের পর বদলাচ্ছে কয়েদিদের খাবার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০১৯  

দেশের বিভিন্ন জেলখানায় আটক কয়েদিদের দেড়শ বছরেরও বেশি সময় আগ থেকে রুটি ও আখের গুড়ের সকালের খাবার দেয়া হয়। তবে এবার সে খাবারে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত বছরের মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কারা অধিদফতরের একটি সুপারিশ পাঠানো হয়েছে। তাতে ১৫৫ বছর আগের খাবারের সে মেনু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে সকালের নাস্তায় সপ্তাহের দুই দিন খিচুরি, চারদিন রুটি-সবজি ও বাকি দিনগুলোতে রুটি-হালুয়া পরিবেশনের কথা বলা হয়েছে।

ঔপনিবেশিক শাসকদের ১৮৬৪ সালে বেঙ্গল কারাবিধি অনুসারে কয়েদিদের সকালের নাস্তায় রুটি ও আখের গুড় পরিবেশন করা হচ্ছে।

তবে নাশতায় পরিবর্তনের জন্য বাড়তি অর্থ প্রয়োজন। যদিও বর্তমানে এ খাতে তহবিল বরাদ্দ স্থগিত রয়েছে। অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত ২০ কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দেয়ার পর কারা অধিদফতর দেশজুড়ে ১৩টি কেন্দ্রীয়সহ ৬৪ কারাগারে নতুন তালিকার খাবার পরিবেশন করবে। শীঘ্রই এ বরাদ্দ দেওয়ার আভাস মিলেছে কর্মকর্তাদের কাছ থেকে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা