• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভাবেন নিজেই `ডাইনি`, স্বেচ্ছায় জঙ্গলে তরুণী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

শহরের কোলাহল এড়িয়ে চাকরি ছেড়ে সাঁইত্রিশ বছর বয়সী তরুণী সারা ব্রুকস বসবাস করছেন গহীন অরণ্যের মাঝে‚ অভ্যাস করছেন জাদুবিদ্যা। নিজেকে ডাইনি বলে চিহ্নিত করতে কোনও সংকোচ নেই  সারা-র।

দশ বছর আগে প্রথম স্বামী স্টিফেন ব্রুকসের সঙ্গে কোস্টারিকার জঙ্গলে কাঠের তৈরি বাড়িতে এসে বসবাস করতে শুরু করেন আদতে অমেরিকার ফিলাডেলফিয়ার বাসিন্দা সারা। বুঝতে পেরেছিলেন অর্গ্যানিক ফুড কম্পানিতে কাজ করে গোটা জীবনটা কাটিয়ে দিতে চান না তিনি। জঙ্গলের মাঝে বাঁশ ও মৃত গাছের কাঠ দিয়ে বানানো বাড়িতেই আছেন। সৌরশক্তি দিয়ে পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় বিদ্যুতের যোগানও। বৃষ্টির পানি জমা করে রেখে তাতেই পানির সমস্ত প্রয়োজন মিটিয়ে নিচ্ছেন। নিজের চাষ করা শাকসবজি‚ শসা‚ বাদাম বা গাছগাছড়ার জন্যও ব্যবহার করছেন সেই পানিই।

স্থায়ী চাকরি‚ স্থায়ী জীবন হলেও খুশি ছিলেন না তিনি। নিজেকে 'ডাইনি' হিসেবে চিহ্নিত করে তিনি জনান প্রকৃতির প্রতি একরকম টান চিরদিনই অনুভব করেছেন। নিউ ইয়র্কের রচেস্টারের জনবহুল শহরে বড় হওয়া সত্ত্বেও তাঁর বেশিরভাগ সময় কেটেছে প্রকৃতিরই ছায়ায়। কোস্টারিকার অরটিনা নামের এক প্রত্যন্ত অঞ্চলে ভেষজ শিক্ষক হিসেবে কাজ করছেন তিনি। জীবনে মানুষই তাঁর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বলে একেবারেই মনে করেন না সারা। ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটিতে ইতিহাস নিয়ে পড়াশোনা করার সময় অনুভব করেন একরকমের অতিপ্রাকৃত অস্তিত্ব। তারপরেই বিশ্বের বিভিন্ন জায়গায় ডাইনিদের প্রতি হওয়া অত্যাচারের কথা পড়ে তাঁদের সঙ্গে একাত্ম বোধ করেছিলেন সারা।

ধীরে ধীরে তাঁর মনে হয় তিনি আদতেই একজন ডাইনি এবং তাই জন্যেই নিজের যাবতীয় প্রয়োজন গাছগাছড়ার সাহায্যে মিটিয়ে নেওয়ার প্রবণতা তাঁর মধ্যে রয়েছে বলে মনে করেন তিনি। তাঁর পরিবারের সদস্যরাও তাঁর এই মানসিকতাকে অদ্ভুত মনে করেছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা