• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

৬৩ বছর একসঙ্গে, স্বামীর মৃত্যুর পরপরই না ফেরার দেশে স্ত্রী

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

৬৩ বছর আগে বিয়ে করেছিলেন ছিক এবং ব্লাঞ্চে। মেয়েদের কাছে ওই দম্পতি বারবার বলতেন, তাদের একজন মারা গেলে অন্যজন বেঁচে থাকতে পারবেন না। অবশেষে স্বামী মারা যাওয়ার কয়েকঘণ্টা পর স্ত্রীও মারা গেছেন।

তাদের মেয়ে টিনা কুইনি বলেন, ১৯৫৫ সালে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আমার মা-বাবার মধ্যে। পরে তারা বিয়ে করেন। বাবা মাঝেমাঝেই বলতেন, মা মারা গেলে তিনি আর এই পৃথিবীতে নিঃশ্বাস নিতে পারবেন না। বাস্তবেও সেটাই ঘটল।

কোরিয়া ছেড়ে গিয়ে নিউইয়র্কে সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই দম্পতি। দুই বছর আগে ব্লাঞ্চের পাকস্থলীর গুরুতর সমস্যা দেখা দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় দিন পার করছিলেন তিনি। এর মধ্যে বহু অর্থ ব্যয়ে চিকিৎসা করানো হয়েছে।

একবছর পর ছিকও অসুস্থ হয়ে স্ত্রীর অবস্থান করা নার্সিংহোমে ভর্তি হন। চলতি বছরের দুই ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছিক। তার পরদিনই না ফেরার দেশে চলে যান ব্লাঞ্চে।

মারা যাওয়ার আগে তিনি চিরকুটে লিখে যান, প্রিয় ছিক, আমি তোমাকে ভীষণ ভালোবাসি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা