• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মশা তাড়াবে এই ৫ গাছ...

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

মশার যন্ত্রণায় অস্থির নগরজীবন। এই পরিস্থিতি মোকাবিলায় ৫ ধরনের গাছ আপনাকে স্বস্তি দিতে পারে। 

গাঁদা ফুল : গাঁদা ফুলের গন্ধে শুধু মশা নয়, যেকোনো পোকামাকড়ই এর ধারে কাছে ঘেঁষে না। তাই বাড়ির চারপাশে গাঁদা গাছ লাগান। দূরে থাকবে মশা, মাছি, পোকা-মাকড়।

তুলসি : তুলসির একাধিক স্বাস্থ্য ও আয়ুর্বেদিক গুণ আছে। তুলসি গাছ পরিবেশকে জীবাণুমুক্ত ও বিশুদ্ধ রাখতে সাহায্য করে। তুলসির গন্ধ মশা, মাছি, পোকা-মাকড়কে দূরে রাখে। তাই বাড়িতে টবে হলেও তুলসি গাছ লাগান। 

লেবু :  লেবু পাতার গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। তাই মশা তাড়াতে বাড়িতে লেবু গাছ লাগাতে পারেন। 

রসুন : বাড়িতে রসুন গাছ লাগালে মশার উপদ্রব থেকেও সহজে মুক্তি পাওয়া যায়। বাড়িতে রসুন গাছ লাগান আর ফল পান হাতেনাতে।

ল্যাভেন্ডার : ল্যাভেন্ডারের গন্ধ মশা, মাছি একেবারেই সহ্য করতে পারে না। বাড়িতে ল্যাভেন্ডার গাছ লাগাতে না পারলেও ল্যাভেন্ডারের গন্ধ যুক্ত সুগন্ধি বা রুম ফ্রেশনার ছড়িয়ে দিন। এতেও মশার উপদ্রব কমবে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা