• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভাঙছে নিউ ইয়র্ক সিটির দ্বিগুণ আইসবার্গ!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

অ্যান্টার্কটিকার ব্রান্ট আইস শেলফ থেকে শিগগির একটি বিশাল আয়তনের আইসবার্গ গলে বা ভেঙে পড়তে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। 

এ নিয়ে 'অনিশ্চিত ভবিষ্যত' সম্পর্কে তাঁদের উদ্বেগ বাড়ছে এবং এ ঘটনায় ভবিষ্যতে সেখানে গবেষণার সুযোগ তৈরি হয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

আকারে আইসবার্গটি নিউ ইয়র্ক সিটির দ্বিগুণ হতে পারে বলে জানিয়েছেন নাসা বিজ্ঞানীরা যাঁরা গত কয়েক বছর ধরে আইস শেলফজুড়ে বেড়ে ওঠা ফাটল পর্যবেক্ষণ করছেন। 

বিজ্ঞানীরা লিখেছেন, এটি এখনো স্পষ্ট নয় যে, বরফের বাকি অংশে পরবর্তিতে কী প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

বিজ্ঞানীরা বলেন, ২০১৬ সালের অক্টোবরে একটি উল্লেখযোগ্য ফাটল দৃশ্যমান হয়। এরপর এটি ক্রমাগত পূর্বদিকে বিস্তৃত হতে থাকে। তাঁরা বলেন, তাঁদের সাম্প্রতিক উদ্বেগের কারণ হলো সম্প্রতি ফাটলটি উত্তর দিকে বছরে প্রায় চার কিলোমিটার (প্রায় ২.৫ মাইল) বেগে বৃদ্ধি পেতে শুরু করেছে যা গত ৩৫ বছর ধরে স্থিতিশীল ছিল।

বিজ্ঞানীরা সতর্ক করে দিয়ে বলেছেন, যখন এই ফাটল অন্য ফাটলের দিকে যাত্রা করবে তখন আনুমানিক ৬৬০ বর্গ মাইলজুড়ে আইসবার্গটি ভেঙে পড়বে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা