• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সৌভাগ্যের আশায় বিমানের ইঞ্জিনে কয়েন নিক্ষেপ!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

সৌভাগ্যের আশায় কয়েন নিক্ষেপের ঘটনা চীনে একটি ঐতিহ্য হিসেবে দেখা হয়। তবে সম্প্রতি দেশটির একটি বিমানের ইঞ্জিনে কয়েন নিক্ষেপের ঘটনা মোটেও সৌভাগ্য বয়ে আনেনি ওই নিক্ষেপকারীর জন্য। বরং তা হিতে বিপরীত হয়েছে।

এ ঘটনায় ফৌজদারি অভিযোগের সম্মুখীন হতে যাচ্ছেন ওই কয়েন নিক্ষেপকারী। একই ঘটনায় ফ্লাইটটি বাতিল করা হয়। এতে বিমানটি ২০ হাজার মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে।

গত ১৭ ফেব্রুয়ারি চীনের অ্যানকিং তিয়ানঝুশান এয়ারপোর্টে এ ঘটনা ঘটে। দেশটির সাউথ চায়না মর্নিং পোস্টের রিপোর্টে এসব তথ্য জানা গেছে। ঘটনার শিকার বিমানটির নাম দেওয়া হয়েছে 'লাকি এয়ার'।

8L9960 নামের বিমানটি সাউদিস্ট চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং শহরে যাত্রার আগে নিরাপত্তা কর্মীরা এর বাম দিকের ইঞ্জিনের কাছাকাছি ফ্লোরে দুটি মুদ্রা পান।

কয়েন নিক্ষেপকারীর নাম লু। ২৮ বছর বয়সী ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি সৌভাগ্যের আশায় বিমানটির ইঞ্জিনে মুদ্রা নিক্ষেপ করেন। তাঁর বিশ্বাস, কয়েন নিক্ষেপ করলে বিমানটি নিরাপদ থাকবে।

ঘটনার পর বিমানটির ফ্লাইট বাতিল করে এর ১৬২ জন যাত্রীকে অন্য ফ্লাইটে পাঠানো হয়। দেশটির সাংহাইস্ট রিপোর্টে বলা হয়েছে, 'লাকি এয়ার'র দাবি বিমানটির ১.৪ লাখ ইউয়ান ক্ষতি হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত লু'র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা