• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

প্লাস্টিকের ভেবে ছুঁয়ে দেখতেই নড়ে উঠল পাইথন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০১৯  

ব্যাগের মুখ প্রসারিত করার পর সেখানে রাখা জুতার মধ্যে আস্ত পাইথন চোখে পড়ে অস্ট্রেলিয়ার মারিয়া বক্সাল এর। কিন্তু সাপ দেখার পরে তার মনে হয়, এটি প্লাস্টিকের; পরিবারের কেউ মজা করে তার ব্যাগের ভেতরে রাখা নতুন জুতার মধ্যে এটি রেখেছেন বলেও মনে করেন। 

সে কারণে তিনি ওই সাপ ধরে দেখার চেষ্টা করেন। কিন্তু সাপটি ছুঁয়ে দেখতেই নড়ে ওঠে। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন, সাপটি আসলে জ্যান্ত।

এবারে ঘাবড়ে যান মারিয়া। খবর দেয়া হয় বন্যপ্রাণী অধিদপ্তরে। পরে সেখানকার কর্মীরা গিয়ে সাপটি সরিয়ে ফেলেন। জানা গেছে, ওই সাপ বিষাক্ত নয়। ফলে সেটি কামড়ে দিলেও ভয়ের তেমন কিছু ছিল না।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা