• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কুয়াকাটা সৈকতে ফের ভেসে এল মৃত ডলফিন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১  

কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি সাত ফুট দৈর্ঘ্যের শুশুক প্রজাতির একটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পাঁচ কিলোমিটার পূর্বে দ্বিতীয় ঝাউবন এলাকায় ডলফিনটি ভেসে বালুর চরে আটকে যায়।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য কে এম জহির বলেন, সকালে আমরা কয়েকজন গঙ্গামতি যাওয়ার পথে ঝাউবন এলাকায় মৃত ডলফিনটি দেখতে পাই। মনে হচ্ছে ৮-১০ দিন আগে এটি মারা গেছে। কারণ ডলফিনটির শরীরের অধিকাংশ পচে গেছে। আমি পোস্টমটেমের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ বের করার দাবি করছি।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, আসলে কুয়াকাটা সৈকতে চলতি বছরে ২২টি মৃত ডলফিন ভেসে এসেছে। এ নিয়ে বনবিভাগ ও মৎস্য কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করা হয়েছে। তারা ডলফিনগুলো কি কারণে মারা যাচ্ছে তার সঠিক কারণ বের করার আশ্বাস দিয়েছে। পাশাপাশি মৃত ডলফিনগুলো সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করার কথা বলছেন।

পটুয়াখালী উপকূলীয় বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. তারিকুল ইসলাম বলেন, ডলফিনটি কুয়াকাটায় আসছে। কুয়াকাটা রেঞ্জের দায়িত্বে থাকা কর্মকর্তাকে পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্টের জন্য কিছু অংশ রেখে বালু চাপার নির্দেশ দেওয়া হয়েছে

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা