• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মাল্টা চাষে সফল সাতক্ষীরার সোহেলা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

রাসায়নিক সার ও কীটনাশকবিহীন মাল্টা চাষ করে সফল হয়েছেন সাতক্ষীরার গৃহবধু সোহেলা পারভীন। এই মৌসুমে মাল্টা চাষ করে নিজের ভাগ্য ফিরিয়েছেন এই গৃহবধু। যা উতসাহিত করছে এলাকাবাসীকে। সাতক্ষীরার কলারোয়ার গৃহবধু সোহেলা পারভীন স্কুল শিক্ষক স্বামীর সংসারে বেশিরভাগ সময় কাটিয়েছেন অভাবের মধ্যে। নার্সারি ব্যবসা করেও সফলতার দেখা পাননি। অবশেষে কৃষি বিভাগের পরামর্শ, তদারকি আর কারিগরি সহায়তা শুরু করেন মাল্টা চাষ। ২০১৬ সালে ৩ বিঘা জমিতে ৪৬৮টি বারী-১ জাতের মাল্টার চারা লাগান তিনি। এ বছর প্রথমবারের মতো পেয়েছেন ফলন। রাসায়নিক সার ও কীটনাশকবিহীন মাল্টা বিক্রিতে এখন পর্যন্ত মুনাফা করেছেন ১ লাখ টাকা। সাথী ফসল হিসেবে লাগানো পেয়ারা, সরিষাসহ নানা ফসল বিক্রি করে আয় করেন ৩ লাখ টাকা। সোহেলা পারভীনের বাগানে কর্মসংস্থান হয়েছে স্থানীয় কয়েকজন কৃষকের।
স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানীসহ দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হচ্ছে মাল্টা। এমন সফলতা দেখে উৎসাহিত হচ্ছেন এলাকাবাসী। সোহেলার কাছ থেকে কিনছেন কলম। মাল্টা চাষীদের সব ধরনের সহায়তা ও পরামর্শ দিচ্ছে কৃষিবিভাগ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা