• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জীবন হয়তো পরীক্ষা নিচ্ছে : পরীমণি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

ছোটবেলায় মারা গেছেন মা-বাবা। আপন বলতে ছিলেন এক নানা। তিনিও পরীমণিকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। সেই শোক এখনও কাটিয়ে ওঠেননি তিনি। তাই বলে ভেঙেও পড়েননি। পরীর মন্তব্য, জীবন হয়তো পরীক্ষা নিচ্ছে।

রোববার (১০ ডিসেম্বর) একটি স্কিনকেয়ার ও কসমেটিকস প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীমণি। সেখানেই এসব কথা বলেন তিনি।

পরীমণির ভাষ্য, ‘অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ঢাকাই সিনেমায় আছি, ভালোভাবেই আছি। জীবন হয়তো পরীক্ষা নিচ্ছে। তবে আমি ভেঙে পড়ার মানুষ নই।’

তিনি আরও বলেন, ‘সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। ভালো ভালো সিনেমায় আমাকে দেখতে চাই। প্রতিদিন

আমার কাছে স্ক্রিপ্ট আসছে। ধীরে ধীরে কাজ করতে চাই। অসংখ্য কাজ তো কোনো শিল্পীই করতে পারবেন না। আমি সিদ্ধান্ত নিয়েছি একদম বেছে বেছে, ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সবকিছু ভেবেই শুটিং করতে হবে।’

সন্তান রাজ্যকে এ অভিনেত্রী বলেন, ‘সন্তানের প্রাধান্য আমার কাছে বেশি। সিনেমাও করব। কিন্তু সন্তানকে সময় দেব না, এটা ভাবতেই পারি না। তবে এর ভেতরে বেশকিছু চলচ্চিত্র ও বিজ্ঞাপনী সংস্থার কাজ করছি। নানু মারা যাবার পর আসলে আমার স্বাভাবিক হতে বেশ খানিকটা সময় লাগবে। তবে কাজ করে যেতে চাই। নিজের কঠিন সময়ে যাদের পাশে পেয়েছি, সত্যিই তাদের কোনোদিন ভুলব না।’

সম্প্রতি যে ছবিটির কাজ শেষ করেছেন সেটির নাম ‘ডোডোর গল্প’। কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করেছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ)।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা