• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

শিল্পী সমিতির নির্বাচনে যে কারণে অংশ নেবেন না শাহনূর

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৮ মে ২০২৩  

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত নাম শাহনূর। দীর্ঘদিন ধরে তিনি চলচ্চিত্রাঙ্গনে কাজ করছেন। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং সংগঠনের সঙ্গে জড়িত আছেন। এছাড়া তিনি বর্তমানে চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। রাজনীতির মাঠেও রয়েছে তার পদচারণা। আগামীতে জাতীয় কোনো নির্বাচন কিংবা শিল্পী সমিতির বড় পদে নির্বাচন করবেন কি না জানতে চাওয়া হয় শাহনূরের কাছে। 

নির্বাচন নিয়ে শাহনূরের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তিনি আর শিল্পী সমিতিতে নির্বাচন করতে চান না বলে রাইজিংবিডিকে জানান। শাহনূর বলেন, আমি আর নির্বাচন করবো না। কারণ আমি চাই আমাদের সব শিল্পীরা একসঙ্গে থাকবে। এক হয়ে সবাই পথ চলবো। কোনো শিল্পীর মধ্যে দ্বন্দ্ব হোক, এই যে দূরত্ব রেখে চলা এটা আমি চাই না। শিল্পীদের মধ্যে এসব বিভাজনের কারণে আর নির্বাচন করতে চাই না।  

তিনি আরো বলেন, আমার আব্বু এবং চাচারা আপন পাঁচ ভাই মুক্তিযোদ্ধা। আমার আব্বু আর্মি ডক্টর ছিলেন। আব্বু অসহায় মানুষদের পাশে থাকতেন, সহযোগিতা করতেন। আমার কাছে মনে হয়েছে আমা্র বাপ-চাচারা সবাই দেশের জন্য কাজ করেছেন। আমি কেন কাজ করবো না? সেই জায়গা থেকে আমি আমার সংগঠনগুলোর মাধ্যমে কাজ করে থাকি। আমি প্রতিবন্ধী বাচ্চাদের নিয়ে কাজ করি। বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি। শাহনূর ফাউন্ডেশন রয়েছে। এটা একান্ত আমার ভালোলাগা থেকে কাজ করি।

শাহনূর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টেলিফিল্ম, নাটক নির্মাণ করছেন। পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও মনোযোগী হবেন বলে জানান। গুণী নির্মাতা ছটকু আহমেদের ‘আহারে জীবন’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন এই নায়িকা।  

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা