• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

আজ পহেলা বৈশাখ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৩  

আজ পহেলা বৈশাখ। পুরাতন বছরকে বিদায় জানিয়ে বাংলা বর্ষপঞ্জিতে আজ যুক্ত হবে ১৪৩০ সন। নানা আয়োজনে বরণ করা হবে বাংলা নববর্ষকে। আয়োজনে থাকছে মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচি।  এছাড়া রমনা বটমূলে হবে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। বাংলা নববর্ষ উপলক্ষে মানবজমিন-এর পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, শুভানুধ্যায়ীসহ সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। 
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানায়, বাংলা নববর্ষ জাঁকজমকপূর্ণভাবে উদ্‌যাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে সকালে র‌্যালি করা হবে। এবার বর্ষবরণে রাজধানীর পাশাপাশি দেশব্যাপী বর্ণিল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বর্ষবরণের অংশ হিসেবে দেশজুড়ে জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ক্যুইজ প্রতিযোগিতা (নববর্ষ ও বঙ্গবন্ধু), সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলার আয়োজন করা হবে। নববর্ষের ব্যানার, ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হবে বিভিন্ন প্রতিষ্ঠান ও নগরের কেন্দ্রস্থল

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা