• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

কলকাতায় শুভ সূচনা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

পরিবর্তনের কারণেই মানুষ বৈচিত্র্যপূর্ণ হয়। একেকজনের সঙ্গে যেন আরেকজনের কোনো মিল নেই। তাই মানুষকে পরিবর্তনে বিশ্বাসী হতে হয় ব্যাপকভাবে। ঢাকাই ছবির নায়ক আরিফিন শুভও পরিবর্তনে বিশ্বাসী। বিশ্বাসী উত্থান-পতনেও। তার কথায় মানুষের জীবন জোয়ার-ভাটার মতো, রোদ-বৃষ্টির মতো। বেশ অল্পদিনের জীবন আমাদের। জীবনটা বৈচিত্র্যপূর্ণভাবে কাটিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নিজেকে পরিবর্তনশীল মানুষের দলে ভাবেন বলেই ক্রমাগত নিজেকে পরিবর্তনের মধ্যে রাখেন। যখন শুভর সঙ্গে কথা হচ্ছিল তখন কলকাতায় চলছে তার অভিনীত ছবি 'আহারে'। প্রমবারের মতো কলকাতায় শুভর কোনো ছবি মুক্তি পেল। তাও আবার কলকাতার একক প্রযোজনা।

এটি পরিচালনা করেছেন রঞ্জন ঘোষ। ছবিটি সেখানকার দর্শকরা বেশ পছন্দ করছে। এতে শুভর বিপরীতে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। দ্বিতীয়বারের মতো পর্দা ভাগাভাগি করেছেন দু'জনে। এর আগে চিত্রনায়ক আলমগীরের 'একটি সিনেমার গল্প' ছবিতে জুটি হয়েছিলেন। কলকাতায় যাত্রা শুরু হলো আপনার, কেমন লাগছে? এমন প্রশ্নের মুখে সহজ উত্তর দেন এ নায়ক। বলেন, সিনিয়রদের কাছ থেকে ছোটবেলা থেকেই শুনে এসেছি শিল্পীর কোনো দেশ নেই। কাঁটাতারের বেড়া নেই। আমি তাই মনে করি। কলকাতার প্রেক্ষাগৃহে আমার ছবি, এটা অন্য রকম ভালো লাগার।

কলকাতার দর্শকদের ভালোবাসা পাচ্ছি।' শুভর কাছে নতুন ছবি মানে নতুন রূপ। আর সে কারণেই নিয়মিত শরীরচর্চাও করে থাকেন তিনি। মাঝে কিছুদিনের বিরতি ছিল। ব্যায়ামাগারে পরিশ্রম করছেন আরও বেশি। কারণটা নতুন ছবি। নতুনভাবে আসছেন শুভ। কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত হচ্ছে বাংলাদেশের দ্বিতীয়  পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা 'মিশন এক্সট্রিম'। ক্রাইম, থ্রিল, সাসপেন্স এবং অ্যাকশননির্ভর একটি মৌলিক গল্পের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। সিনেমার কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সানী সানোয়ার। মার্চ থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। ছবিটির প্রস্তুতি নিতেই বেশ কাঠখড় পোহাতে হচ্ছে এ নায়ককে। পছন্দের খাবার থেকে দূরে থাকতে হচ্ছে কয়েক মাস হলো।

তবে শুভ এতে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, 'নতুনভাবে আসতে ভালো লাগে। শারীরিক প্রস্তুতি শেষ করে নিই। বড় একটা চমক দিতে চাই।' এদিকে শুভর আরেক ছবি 'সাপলুড'। চলচ্চিত্রের শুটিংয়ের শুরু থেকেই কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। কোনো কিছুই জানানো হয়নি মিডিয়াকে। জানেননি দর্শকও। এবার ছবিটির টিজার প্রকাশ করা হলো। টিজারেই প্রশংসা পাচ্ছে সাপলুডু। এখন কেবল পুরো ছবি দেখার অপেক্ষা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা