• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

অভিষেকের মৃত্যু নিয়ে স্ত্রীর বিস্ফোরক মন্তব্য

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২  

গত ২৩ মার্চ দিবাগত রাতে মারা যান ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা অভিষেক চ্যাটার্জি। ৫৭ বছর বয়সে তার এই চলে যাওয়া অনেকেই মেনে নিতে পারেননি। বিশেষ করে তার স্ত্রী সংযুক্তা চ্যাটার্জি ও কন্যা সাইনা ভীষণভাবে ভেঙে পড়েছেন। বলা যায়, তার মৃত্যু গোটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে নাড়িয়ে দিয়েছে।

বেসরকারি টিভি চ্যানেলের নন ফিকশন শো ‘ইস্মার্ট জোড়ি’-এর শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অভিষেক। তারপর বাড়িতে ফিরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এবার অভিষেকের মৃত্যু ও তার অসুস্থতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা। ওই শোয়ের নির্মাতাদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে সংযুক্তা বলেন—‘সেদিন অভিষেক শুটিং করতে চায়নি, ওকে জোর করেই প্রায় নিয়ে যাওয়া হয়। নীল পোশাকের ওই পারফরম্যান্সটা আমাদের শেষ পারফরম্যান্স নয়। আমাকে বউ আর অভিষেককে বর সাজানো হয়। বার বার ও দেখতে চেয়েছিল। কিন্তু আমি বারণ করেছিলাম। ওকে পুরোপুরিভাবে জোর করে আনা হয়েছিল।’

অভিষেকের মৃত্যুর আগের দিনের ঘটনার বর্ণনা করে সংযুক্তা বলেন, ‘‘তার আগের দিন ‘খড়কুটো’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে অসুস্থ বোধ করে অভিষেক। সেট থেকে ফোন করে বলে, দিদি তুমি এসে দাদাকে নিয়ে যাও। এরপর ডাক্তার দেখাই সব ঠিক ছিল। তারপরের দিন ‘স্মার্ট জোড়ি’-এর পক্ষ থেকে গাড়ি পাঠানো হয়, ওখানে গিয়েও বলেছিলাম অভিষেক আজ শুটিং করতে পারবে না। তারপর আমাকে মানিয়ে ওকে জোর করে শুটিংয়ে আনা হয়েছিল।’’

সংযুক্তার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর চ্যানেল কর্তৃপক্ষের অমানবিক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি সংশ্লিষ্টরা।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা