• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ধর্ষকদের সহযোগিতা করতে বললেন পরিচালক!

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  

ধর্ষণ করে খুনের প্রবণতা রুখতে পারবেন নির্যাতিতারাই ৷ তার জন্য ধর্ষকের সঙ্গে করতে হবে সহযোগিতা! আর মেয়েদের ব্যাগে কন্ডোম রাখাও বাধ্যতামূলক করতে হবে ৷ এরফলেই আটকানো যাবে ধর্ষণের পর খুনের প্রবণতা ৷ 

এমনই পরামর্শ দিলেন ড্যানিয়েল শ্রাবণ নামের এক দক্ষিণী চিত্র পরিচালক ৷ হায়দরাবাদে ধর্ষণকাণ্ডের পর এমনই উপদেশ পরিচালকের৷

তার মতে যখনই এভাবে ধর্ষণের জন্য কেউ আছড়ে পড়বেন, তখনই তাকে কোনওভাবে শান্ত করে ব্যাগে থাকা কন্ডোম হাতে তুলে দিতে হবে।  এতে কোনও পক্ষই সমস্যায় পড়বেন না, বলছেন ড্যানিয়াল ৷

তার মতে ধর্ষণ হলেও একজন মহিলা প্রাণে বেঁচে যান, কিন্তু খুন করলে তার জীবনটাই শেষ হয়ে যায় ৷ ধর্ষণে হিংসা কমালেই ধর্ষিতাকে মৃত্যুমুখে ঠেলে দেবে না ধর্ষক ৷ ধর্ষণের ফলে যে শাস্তি নির্ধারিত সেটা কিছুটা লঘু হলে আর ধর্ষিতাকে পুড়িয়ে মারবে না ধর্ষক ৷

পরিচালক মনে করেন শারীরিক চাহিদা মেটাতে ধর্ষণের ঘটনা ঘটে ৷ তাই তাতে বাধা না দিয়ে ধর্ষিতাকে খুনের পথ থেকে সরিয়ে আনতে হবে ধর্ষকদের ৷

পরিচালকের এমন নিষ্ঠুর বক্তব্যে আঁতকে উঠছেন সকলে ৷ তিনি সোস্যাল মিডিয়ায় এমন মন্তব্য করার পর তা রীতিমত ভাইরাল হয়েছে ৷ অনেকেই এই পোস্টটি শেয়ার করে পরিচালকের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন৷ তিনি মানসিক ভারসাম্যহীন এমনও কমেন্ট করেছেন অনেকে৷

তাতে ক্ষেপে গিয়ে পরিচালক বলেছেন যে ধর্ষকের সঙ্গে সহমত না হলে ধর্ষণের শিকার হতেই হবে মহিলাদের ৷ পরে যদিও তিনি এই পোস্টগুলি মুছে দেন এবং নতুন পোস্ট করে তাতে ক্ষমা চেয়ে নেন৷
 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা