• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং নিষিদ্ধ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০১৯  

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। র‌্যাগিংয়ের ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলাম।

শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’ নামক অমানবিক নির্যাতন করা থেকে বিরত থাকার আহবান জানিয়ে ফরিদ উল ইসলাম বলেন, ‘র‌্যাগিং একটি সামাজিক অপরাধ। এর ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। র‌্যাগিংয়ের শিকার শিক্ষার্থীদের মানসিক সমস্যারও সৃষ্টি হয়। কেউ র‌্যাগিং করলে বা করতে উদ্বুদ্ধ করলে অভিযোগ পাওয়ামাত্র অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীকে কঠিন শাস্তির আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘র‌্যাগিংয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবগতির জন্য গত ২৯ জানুয়ারি আমরা প্রত্যেক বিভাগে নোটিশ প্রদান করেছি। কোথাও কোন প্রকার র‌্যাগিং করা যাবে না। তার পরেও যদি কোন শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয় তাহলে তাকে নির্ভয়ে তার নিজ বিভাগে অথবা প্রক্টর অফিসে অভিযোগ প্রদান করার পরামর্শ দেওয়া হলো।

উল্লেখ্য, আগামী ৩ মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা