• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জিপিএ-৫ না পাওয়ায় ছাত্রীর আত্মহত্যা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ মে ২০১৯  

পুরান ঢাকায় মাহজাবিন সুলতানা মিথিলা (১৪) নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের পরিবার জানিয়েছে, এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় মিথিলা আত্মহত্যা করেছে।

সোমবার (৬ মে) দিনগত রাত ২টার দিকে নাজিমুদ্দিন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবার জানায়, মিথিলা গলায় ফাঁস দিলে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক রাত ৩টার তাকের মৃত ঘোষণা করে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের বাবা মোস্তফা কামাল জানান, মিথিলা ওই এলাকায় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়ে ‘এ’ গ্রেড পেয়েছে। তার ধারণা ছিল সে জিপিএ-৫ পাবে। কারণ তার অনেক বন্ধু জিপিএ-৫ পেয়েছে। রেজাল্ট পাওয়ার পর থেকে মিথিলার মন খুবই খারাপ ছিল। বারবার সে এসব কথাই বলছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা