• শনিবার ০১ জুন ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩১

  • || ২৩ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

সাতক্ষীরা পৌরসভার দক্ষিণ কামালনগরে ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে পৌরসভার ০৮ নং ওয়ার্ডের দক্ষিণ কামালনগরে প্রধান অতিথি হিসেবে ম্যাকাডাম পিচের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ০৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ ঠিকাদার এস.এম রাশেদুজ্জামান প্রমুখ। গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় দক্ষিণ কামালনগর এ্যাড. সামছুল হক’র বাড়ি হইতে আলমঘারের বাড়ি ভায়া বৌ বাজার পর্যন্ত ১২০০ মিটার ম্যাকাডাম পিচের রাস্তা ৪৩ লক্ষ ১৯ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ কামালনগর জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা