• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

মীম-সজীব নিহতের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৩ এপ্রিল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাস চাপায় নিহতের মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ আগামী ৩ এপ্রিল ধার্য করেছে আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ এ কে এম ইমরুল কায়েশের আদালতে রিয়াদ আহমেদ নামে পুলিশের এক এসআইকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।

তার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ৩ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করেন। এ নিয়ে মামলাটিতে ৪১ জন সাক্ষীর মধ্যে ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

মামলার আসামিরা হলেন জাবালে নূর পরিবহনের মালিক মো. শাহাদাত হোসেন আকন্দ, চালক মাসুম বিল্লাহ, হেলপার মো. এনায়েত হোসেন, চালক মো. জোবায়ের সুমন, অপর বাস মালিক মো. জাহাঙ্গীর আলম ও হেলপার মো. আসাদ কাজী। এদের মধ্যে মো. জাহাঙ্গীর আলম ও মো. আসাদ কাজী পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

এর আগে গত ২৫ অক্টোবর এ আসামিদের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করে আদালত।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা