• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

না’গঞ্জে ৩ বখাটের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

 নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে তিন বখাটে যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার এ রায় দেন।

সোনারগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, উপজেলার পানাম এলাকার জিআর ইনিস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পাশ দাঁড়িয়ে দীর্ঘ দিন ধরে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে বখাটেরা। অভিভাবক ও শিক্ষার্থীদের এমন অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ছাত্রীদের ইভটিজিং করায় তিন বখাটেকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। 

দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার আমিনপুর এলাকার ছোবহান মিয়ার ছেলে মো. শাহীনকে (২০) তিনমাস, একই এলাকার মাইন উদ্দিনের ছেলে শিমুলকে (২১) চার মাস ও দিঘিরপাড় এলাকার মোক্তার হোসেনের ছেলে মো. আব্দুল্লাহকে (২০) তিন মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা