• বুধবার ১৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৬ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঐক্যফ্রন্টের সভা থেকে গ্রেফতার আজাদ সিদ্দিকীর ৩ দিনের রিমান্ড

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮  

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি  ও টাঙ্গাইলের  মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার বিকেলে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে ঢাকার সিএমএম কোর্টে  হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পল্টন মডেল থানা পুলিশ। শুনানী শেষে সিএমএম কোর্টের বিচারক তোফাজ্জল হোসেন  তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সভায় যোগ দেয়ার সময় সেখান থেকে আবুল কালাম আজাদ সিদ্দিকীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। বুধবার সন্ধ্যার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম অমর এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরে তাকে পুলিশের কাজে বাধা, নাশকতা সৃষ্টি করে রাস্তায় যানবাহন চলাচলে বিঘ্নিত করা ও সরকারের বিরুদ্ধে প্রচারপত্র বিলির অভিযোগে পল্টন মডেল থানায় একটি মামলা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা