• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ভারত থেকে এল স্যালাইনের প্রথম চালান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩  

ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ভারত থেকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫৩ হাজার ব্যাগ স্যালাইন দেশে এসেছে। বুধবার বন্দরের আনুষ্ঠানিকতা শেষে রাতেই ঢাকার উদ্দেশ্যে স্যালাইন পাঠানো হয়।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, ভারত থেকে আসা স্যালাইনের চালানটি বন্দরে পৌঁছালে দ্রুতই আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

স্যালাইন আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি মোহম্মদ কাজল জানান, সংকট মোকাবিলায় আমদানি করা স্যালাইন বড় ভূমিকা রাখবে ও কম মূল্যে তা কিনতে পারবেন রোগীরা।

উল্লেখ্য, ডেঙ্গু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় দেশে স্যালাইনের সঙ্কট দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক অবস্থায় ৭ লাখ ব্যাগ স্যালাইন আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। 

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা