• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের কাজের উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩  

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে আশ্রায়ণ প্রকল্পের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদরের ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আশ্রায়ণ প্রকল্প এলাকায় ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি মীর আজহার আলী শাহিন প্রমুখ।

মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের আওতায় ভূিম মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আশ্রায়ণ প্রকল্পের ১৬০টি ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি। এসময় দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা