• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খুলনা অঞ্চলে ঝাটকার দাম একটু কমলেও বড় ইলিশের আকাল

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

বর্ষার এই দিনে ইলিশ মাছের সাধ নিতে অবস্ত বাঙালি জাতী এদের লোভনীয় খাবার বরাবর পদ্মার ইলিশ। তাই বাজারে ঝাটকা ইলিশের দাম একটু কম পেয়ে ক্রেতাদের পছন্দ অনুযায়ী ক্রয় করছে তবে ১ কেজি ওজনের ইলিশ এখনো ১২ শত টাকা দরে বিক্রি হচ্ছে। খুলনা অঞ্চলে কিছু কিছু এলাকায় ইলিশ মাছের দাম বেশী দেখা যাচ্ছে। খুলনা রুপসা পাইকারি বাজারে প্রতিদিন ৭০-৮০ মন ইলিশ মাছ উটতে দেখা যাচ্ছে। গল্লামারী পাইকারি বাজারে ও প্রতিদিন ৫০ -৬০ মন ইলিশ মাছ বিক্রয় হচ্ছে। খুলনা ৫নং ঘাটে এখনো পর্যন্ত পুরোপুরি চালানি ইলিশের আমদানি হয়নি। খুলনা শহরের বাজার গুলোতে ছোট ইলিশ ৪৫০থেকে৫০০ টাকা দরে বিক্রি করছে। একই ইলিশ খুলনার বহিরের বাজারে ৬০০ টাকা দরে বিক্রি করছে। রুপসা বাজারের আড়ৎদার আবুল বসার জানায় বড় ইলিশ প্রজাপ্ত পরিমানে আসেনি তাই আমাদের এখানে দাম বেশি। গল্লামারী বাজারের মাছ ব্যাবসায়ী নুর ইসলাম জানায় আমি ৫কেজি ঝাটকা ইলিশ কিনেছি এখনো বিক্রি করতে পারে নাই। ঝাটকা ইলিল বাজারে সব দোকানে কম বেশি আছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা