• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

যশোরে নাশকতা মামলার আসামি আটক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯  

যশোরের বাঘারপাড়া থানায় নাশকতা মামলার আসামি মনির হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি বাঘারপাড়া সোনালী ব্যাংক শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার রাতে তাকে আটক করা হয়। মনির হোসেন একটি নাশকতা মামলার চার্জশিটভুক্ত আসামি। মনির বাঘারপাড়া উপজেলার দশপাখিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালে ৩১ অক্টোবর বাঘারপাড়া থানা পুলিশ ১৬৬ জনকে আসামি করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। যার নম্বর ১৯। ওই মামলায় ১০৯ নম্বর আসামি মনির হোসেন।

২০১৯ সালের ৩১ মে বাঘারপাড়া থানার ওসি ও মামলার তদন্তকারী কর্মকর্তা জসিম উদ্দিন ১৬৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাঘারপাড়া থানার ওসি জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বাঘারপাড়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক মনির হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মনির হোসেন বাঘারপাড়া সোনালী ব্যাংক শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা