• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

ঢাকায় ব্যবসায়ী রাজ্জাক হত্যার আসামি অভয়নগরে গ্রেফতার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

পিবিআই ও অভয়নগর থানাপুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় হত্যা মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করেছে। তার নাম ইউনুস আলী ওরফে মোস্তফা কামাল (২২)।

আজ রোববার ভোরে নওয়াপাড়ার সরদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোস্তফা কামাল চুয়াডাঙ্গা জেলার ফার্মপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, ২০১৮ সালে ১৪ অক্টোবর ঢাকার শ্যামপুর থানার আইজি গেট বস্তি এলাকায় হার্ডওয়্যার ব্যবসায়ী আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৫ অক্টোবর শ্যামপুর থানায় নিহতের স্ত্রী শিউলী বেগম ওরফে পুতুল বাদী হয়ে একটি হত্যা মামলা করেন, যার মামলা নং-১৮/১০। এ মামলার এজাহারভুক্ত আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ইউনুস আলী ওরফে মোস্তফা কামাল এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা প্রকাশ করেন।

এ হত্যাকাণ্ডের পর থেকে ইউনুস আলী ওরফে মোস্তফা কামাল পরিবার-পরিজন নিয়ে নওয়াপাড়ার ওই এলাকায় বসবাস করতে আসছিলেন। তারই সূত্র ধরে পিবিআইয়ের এসআই মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশের সহায়তায় রোববার ভোরে তাকে গ্রেফতার করে। আসামিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা