• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

খুলনা বিভাগে ৫৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৮০ জনে উন্নীত হয়েছে। খুলনা স্বাস্থ্য অধিদফতর (রোগ নিয়ন্ত্রণ) আজ দুপুরে এই তথ্য জানিয়েছে।

সূত্র মতে, ১ জুলাই থেকে ৩ আগস্ট বিকাল ৩টা পর্যন্ত খুলনা জেলায় ১৪২ জন ও যশোর জেলায় ১৪৮ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ৩৪ জন, ঝিনাইদহে ৫০ জন, মাগুরায় ২৮ জন, নড়াইলে ১৯ জন, কুষ্টিয়ায় ১১২ জন, চুয়াডাঙ্গায় ২১ জন ও মেহেরপুরে আট জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

খুলনা স্বাস্থ্য অধিদফতরে (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডা. ফেরদৌসী আক্তার বলেন,  শুক্রবার বিকাল থেকে শনিবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে নতুন ৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। এর মধ্যে খুলনায় ৯ জন, সাতক্ষীরায় তিন জন, বাগেরহাটে আট জন, যশোরে ১৪ জন, ঝিনাইদহ সাত জন, মাগুরায় আট জন, নড়াইলে এক জন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় চার জন ও মেহেরপুরে দুই জন রয়েছেন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা