• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

লাঙ্গল প্রতিক বিজয়ের লক্ষ্যে সদরের বাদামতলায় নির্বাচনী জনসভা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৪  

৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট মনোনীত প্রার্থী মো: আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মহাজোটের আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার বাদামতলা বাজারে উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সদর-০২ আসনে মহাজোটের প্রার্থী আশরাফুজ্জামান আশু।

সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহাজান আলী, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, শীবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুল ইসলাম বিপুল, কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তযোদ্ধা াাব্দুর গফুর, বীর মুক্তিযোদ্ধা শফিক উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন প্রমুক। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবলীগ নেতা মহিবুল সরদার।

এদিকে, আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লাঙ্গল প্রতিক বিজয়ের লক্ষ্যে সদরের ঘোনা ইউনিয়নে মহাজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধা ৭ টায় ঘোনা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতিকে সংসদ সদস্য পদপ্রার্থী আশরাফুজ্জামান আশু। ঘোনা ইউনিয় পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টিও সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সহ সভাপতি আসাদুজ্জামান অসলে, সাধারণ সম্পাদক শাহাজান আলী, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন, সদর উপজেলা যুবলীগের সাদারণ সম্পাদক প্রভাষক মঈনুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি সহ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। নির্বাচনী জনসভায় বক্তারা বলেন যার দ্বারা সাধারণ মানুষের উপকার হয়না, জনগণ তাকে প্রত্যাখান করবে। তিনি দশ বছর সাতক্ষীরা সদরে ক্ষমতায় থেকে দুর্নীতির মাধ্যমে শুধু নিজের ও তার সাঙ্গপাঙ্গ, দালাল, বাটপাড়দের ভাগ্যের উন্নতি করেছেন। তার আমলনামা ভালো ছিলো না, তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন না দিয়ে লাল কার্ড দেখিয়ে দিয়েছে।

এখন তিনি উন্নয়নের আশ্বাস দিয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু কে মনোনয়ন দিয়ে। পরে জাতীয় স্বার্থে মহাজোটের প্রার্থী আশরাফুজ্জামান আশুকে লাঙ্গল প্রতিকে মনোনয়ন দিয়েছেন তাই আগামী ০৭ জানুয়ারী লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আশারাফুজ্জামান আশু কে বিজয়ী করতে হবে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা