• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জেলা তথ্য অফিসের আয়োজনে “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৪  

সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে “এসো মু্িক্তযুদ্ধের গল্প শুনি” অনুষ্ঠান বাস্তবায়িত হয়েছে। গতকাল সকাল ১০টায় সদরের খেজুর ডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধার সুঠিক ইতিহাস ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় আগামী প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রনাঙ্গণের অভিজ্ঞতা ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন মুখ্য আলোচক বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবর রহমান। তিনি বলেন, সোনার বাংলা বির্নিমানে এ প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ,কে,এম শফিউল আজম, বিসিকের উপব্যবস্থাপক, গোলাম সাকলাইন। আরো বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আর.কে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ঈদুজ্জামান ঈদ্রিস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আড়াই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক-অভিভাবকগন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মুুক্তিয্দ্ধু বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা