• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

‘বড়দিন’ নির্বিঘ্নে পালন করতে জেলাপুলিশের নিরাপত্তা বিষয়ক মতবিনিময়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩  

খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ নির্বিঘ্নে পালন করতে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা পুলিশ। বুধবার ২০ ডিসেম্বর জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর সভাপতিত্বে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সদ্য যোগদানকারী পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী’কে সাতক্ষীরা জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভ বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সমূহ মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ সজীব খান, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃআমিনুর রহমান, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এস এম জামিল আহমেদ, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ সাজ্জাদ হোসেন, জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর সভাপতি স্বপন বৈরাগী, সাধারণ সম্পাদক পৌল সাহা ছাড়াও সাতক্ষীরা সদর সহ সকল থানার অফিসার ইনচার্জগণ, জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিগণ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা