• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা-১ আসনে নৌকার প্রতীক বরাদ্দ শেষে স্বপনের গণসংযোগ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩  

সাতক্ষীরা-১, ( তালা- কলারোয়া) সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ শেষে নৌকার মাঝি ফিরোজ আহম্মেদ স্বপনের গণসংযোগ ও প্রচার-প্রচারনা শুরু হয়েছে। নির্বাচনী তফশিল মোতাবেক সারা দেশের ন্যায় সাতক্ষীরা-১ ( তালা- কলারোয়া) আসনে জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কার্যালয় থেকে আ’লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।

নৌকা প্রতীক প্রাপ্তির পর ফিরোজ আহম্মেদ স্বপন কেন্দ্রীয় আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার -প্রচারনা শুরু করেন। নৌকা প্রতীক লাভের পর তিনি সাতক্ষীরা জেলা প্রশাসক কার্য়ালয়ের সামনে জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সহ জেলা আ’লীগ নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের সাথে কূশল বিনিময় করেন।

পরে তিনি তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও আ’লীগ নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষ করে তিনি কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের আশ্রমে নামযজ্ঞ অনুষ্ঠান সহ বিভিন্ন ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দ ও ইউপি চেয়ারম্যান সহ জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় ও গণসংযোগে যুক্ত হন।

এ দিকে, তালা ও কলারোয়া উপজেলা ব্যাপি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে মাইকে প্রচার -প্রচারনা ও বিভিন্ন ইউনিয়নে নৌকার স্বপক্ষে মিছিলে মিছিলে মুখরিত করে তোলে। নৌকা প্রতীকের প্রচার- প্রচারনার অংশ হিসাবে আগামী মঙ্গলবার( ১৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট হাইস্কুল ফুটবল মাঠে নৌকার প্রতীকের প্রথম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে নৌকার নির্বাচনী অফিস সূত্রে জানা যায়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা