• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী দিদার বখতকে শোকজ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩  

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী  সৈয়দ দিদার বখতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।
মঙ্গলবার দুপুরে সংসদীয় আসন-১০৫, সাতক্ষীরা-১ (তালা, কলারোয়া) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম-জেলা ও দায়রা জজ-১ মোঃ শহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি তাকে পাঠানো হয়।

নোটিশে উলে­খ করে বলা হয়, গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার জেয়ালা ঘোষ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনী পথসভা করেন। ওই নির্বাচনী পথসভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন এবং নির্বাচনী প্রচারণা করেন। যা নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(খ) ও ১২ এর আচরণবিধি লঙ্ঘন। আপনার উক্ত আচরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যা নির্বাচন কমিশন কর্তৃক গঠিত অত্র অনুসন্ধান কমিটির গোচরীভূত হয়েছে।

এ কারণে নোটিশে আজ বুধবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী  সৈয়দ দিদার বখত্কে স্ব-শরীরে যুগ্ম জেলা ও দায়রা জজ, ১ম আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা