• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

অশনির প্রভাবে সাতক্ষীরায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ মে ২০২২  

ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। সোমবার (০৯ মে) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

এদিকে ঘূর্ণিঝড় অশনি মোকাবিলায় উপকূলীয় শ্যামনগর ও আশাশুনিতে প্রস্তুত রাখা হয়েছে ২২৬টি সাইক্লোন সেল্টার ও উঁচু স্থাপনা।

সাতক্ষীরা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, এখন যে বৃষ্টি শুরু হয়েছে সেটি সরাসরি ঘূর্ণিঝড়ের প্রভাব নয়। তবে ঘূর্ণিঝড়টি বড় একটি এলাকাজুড়ে রয়েছে। সেটি থেকে বিচ্ছিন্ন হয়ে কিছু মেঘ আমাদের দিকে চলে এসেছে। সে কারণে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আগামী ২-৩ দিন আবহাওয়া এমনই থাকবে। ঘূর্ণিঝড়টি বর্তমান যে দিকে অগ্রসর হচ্ছে সেটি ভারতের উড়িষ্যার দিকে। বাংলাদেশের উপকূলে প্রবেশের সম্ভাবনা খুবই কম। তবে এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা