• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুন্দরবনে অবৈধভাবে মাছ ধরায় ১৩ জেলেকে ৪ লাখ টাকা জরিমানা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১  

সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ১৩ জেলেকে আটকের পর ৪ লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয়ে সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বন আইনে জেলেদের জরিমানা করেন।

জেলেরা হলো, বরগুনা জেলার পাথরঘাটা থানার কালিবাড়ী গ্রামের লতিফ আকনের ছেলে জাহাঙ্গীর আকন, মৃত নেছার মাতবরের ছেলে হাবিব মাতবর, পশ্চিম পোড়াকাটলা গ্রামের মুনছুর শিকদারের ছেলে কালাম শিকদার, মধু মিয়ার ছেলে সুমন মিয়া, মৃত রুস্তম হাওলাদারের ছেলে সোহরব হাওলাদার, মোতালেব হাওলাদারের ছেলে মনির হাওলাদার, মৃত দিনছের হাওলাদারের ছেলে কুদ্দুস হাওলাদার, তালুকের চরদেওয়ানি গ্রামের শাহ আলম হাওয়লাদারের ছেলে শহিদুল হাওলাদার ও অহিদুল হাওলাদার, ফিরোজ জমাদারের ছেলে সিরাজুল ইসলাম, আব্দুল হালিম হাওলাদারের ছেলে মনির হাওলাদার, পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ননীগোলাপদিয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে শাহীন ও শাহ আলমের ছেলে খায়রুল ইসলাম।

বনবিভাগ সূত্র জানায়, সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন গহিন সুন্দরবনে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় শনিবার ভোর ৬টার দিকে সুন্দরবনে নিরাপত্তা টহলদানে নিয়োজিত স্মার্ট পেট্টল টিমের সদস্যরা ২টি নৌকা ও জাল সহ ১৩ জন জেলেকে আটক করেন। পরে তাদেরকে ৪ লাখ টাকা জরিমানা করে মুক্তি দেওয়া হয়।

সাতক্ষীরা সহকারী রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এম,এ হাসান বলেন, অভয়ারণ্য এলাকায় মাছ ধরার সময় জেলেদের আটক করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করে মুক্তি দেওয়া হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা