• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় ১ হাজার ময়লার ঝুড়ি স্থাপন কর্মসূচির উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৯  

‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ বাস্তবায়নে সাতক্ষীরা শহরে এক হাজার ময়লার ঝুড়ি স্থাপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। আজ বেলা সাড়ে ১২টায় সাতক্ষীরা কালেক্টরেট গেটের সম্মুখে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসন আয়োজিত এই কর্মসূচি উদ্বোধন করেন। 

এসময় তিনি বলেন, আসুন সকলে মিলে সাতক্ষীরাকে সুন্দর পরিষ্কার-পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলি। শহরের বিভিন্ন স্থানে ঝুড়ি স্থাপন করা হচ্ছে, দোকানদার ও ক্রেতারা ময়লা-আবর্জনা বাইরে না ফেলে এই ঝুড়িতে ফেলবেন। সকলকে এ কাজে উদ্বুদ্ধ করবেন। সকলে মিলে চেষ্টা করলে জেলা প্রশাসনের এই কর্মসূচি অবশ্যই সফল হবে। 

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু ও সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আফজাল হোসেন প্রমুখ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা