• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরা বাসটার্মিনালের দখল নিয়ে মালিকদের দু’গ্রুপের সংঘর্ষ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০১৯  

সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালের দখল নিয়ে মালিকদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।ইতোমধ্যে মালিক সমিতির কার্যালয় সাতক্ষীরা জেলা প্রশাসন নিয়ন্ত্রণ নিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আবু আহমেদ ও ছাইফুল করিম সাবু গ্রুপের সদস্যদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশের নেতৃত্বে সদর সার্কেলের অ্যাডিশনাল পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন, সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানসহ বিপুল সংখ্যক পুলিশ টার্মিনালে অবস্থান নিয়ে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি সজল মোল্যাসহ ম্যাজিস্ট্রেটগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের বরাত দিয়ে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচন না হওয়া পর্যন্ত মালিক সমিতির অফিস সাতক্ষীরা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে। নির্বাচনের পর বিজয়ী প্রার্থীদের কাছে সমিতির কার্যালয় হস্তান্তর করা হবে। সে নির্দেশ অনুযায়ী কার্যালয়ে তালা লাগা দিয়ে প্রশাসন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা