• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

বৈকারী ইউনিয়নে কীট প্রতিরোধক স্প্রে ও লিফলেট বিতরণ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০১৯  

‘সচেতন হউন, ডেঙ্গু প্রতিরোধ করুন’ স্লোগানে সদর উপজেলার বৈকারী ইউনিয়নে কীট প্রতিরোধক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে ৩নং বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের নেতৃত্বে বৈকারী বাজারসহ বিভিন্ন এলাকায় কীট প্রতিরোধক স্প্রে ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে বলেন, ডেঙ্গু কোনো আতঙ্ক নয়, প্রয়োজন আমাদের সচেতনতা। বাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যেসব জায়গায় এডিস মশা ডিম পাড়ে, সেসব জায়গা নির্মূল করতে হবে। সর্বোপরি সচেতনতাই আমাদেরকে এই ভয়াবহ ডেঙ্গু থেকে মুক্তি দিতে পারে।’ এছাড়াও প্রতিদিন সকাল ও বিকালে বৈকারী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কীট প্রতিরোধক স্প্রে, প্রচারণা মাইক ও বাড়ী বাড়ী গিয়ে লিফলেট বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতাউর রহমান, আনছার আলী, আব্দুল হান্নান, ইশারুল ইসলাম, আলী হোসেন, মনিরা খাতুন, ইউপি সচিব মনোতোষ কুমার, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা ইমান আলীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা