• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সুলতানপুরে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন অভিযানের উদ্বোধন

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ আগস্ট) বিকালে সাতক্ষীরা পিএন স্কুল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ০৪ নং ওয়ার্ড তদারকি কমিটির আয়োজনে পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান।

এ সময় তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলা প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। সে লক্ষ্যে জেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন উপায়ে ডেঙ্গু প্রতিরোধ করা হচ্ছে। জ¦র হলেই সরকারি হাসপাতালে টেষ্ট করতে হবে যদি ডেঙ্গু জ¦র ধরা পড়ে নিয়ম অনুযায়ী ঔষধ খেলেই এ জ¦ও ভাল হয়। এসময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন তথ্য তুলে ধরেন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন, মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, জেলা স্বাস্থ্য তত্ববধায়ক ডা. জগদীশ চন্দ্র হালদার, মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুল হক চ ল, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভদ্রকান্ত সরকার, দ্য পৌল স্টার স্কুলের প্রধান শিক্ষক অমীয় মন্ডল, কবি ও সাহিত্যিক শিক্ষক পল্টু বাসার প্রমুখ। মতবিনিময় সভা শেষে সুলতানপুর পিএন স্কুল মাঠের পাশের ড্রেনে ফোগার মেশিন দিয়ে মশা নিধন অভিযান উদ্বোধন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন পৌরসভার ০৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা