• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

পাকিস্তানকে হেসেখেলে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩  

চলমান এশিয়ান গেমসে নারী ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি অব টেকনোলজি ক্রিকেট ফিল্ডে সোমবার সকালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানার দল।

টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মেয়েরা করতে পারে ৯ উইকেটে ৬৪ রান। ১০ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা।

ফাইনালে ওঠার লড়াইয়ে রোববার ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। একই দিন শ্রীলংকার কাছে হেরে ফাইনালে ওঠা হয়নি পাকিস্তানের। কিন্তু ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ব্রোঞ্জ পদক দখলে নিল বাংলাদেশের মেয়েরা।

বল হাতে এদিন সবাই-ই ছিলেন কার্যকর। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার স্বর্ণা আক্তার। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট নেন সানজিদা আক্তার মেঘলা। ৩ ওভারে স্রেফ ২ রান দিয়ে ১ উইকেট নেন মারুফা আক্তার।

লক্ষ্য তাড়ায় শামিমা আক্তার ও সাথি রানির উদ্বোধনী জুটি থেকে আসে ২৭ রান। ১৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন স্বর্ণা। বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেওয়া স্বর্ণা ব্যাট হাতেও করেন সর্বোচ্চ অপরাজিত ১৪ রান।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা