• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের সাতক্ষীরা

আবারও মেসির জোড়া গোল, শেষ ষোলোয় মিয়ামি

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২৩  

সর্বশেষ কবে নকআউট ম্যাচ জিতেছিলো ইন্টার মিয়ামি? পরিসংখ্যান ঘেঁটে তাদের নিজেদেরও বের করতে কষ্ট হওয়ার কথা। কারণ, যুক্তরাষ্ট্রের লিগে পেছনের সারির দল ছিল ইন্টার মিয়ামি। তবে, লিওনেল মেসি নামক জিয়ন কাঠির ছোঁয়ায় যেন রাতারাতি বদলে গেলো যুক্তরাষ্ট্রের এই ক্লাবটি।

এবার লিগ কাপের শেষ ৩২-এর ম্যাচে খেলতে নেমেও জোড়া গোল করলেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা। তার জোড়া গোলে অরল্যান্ডো সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। সে সঙ্গে তারা উঠে এসেছে শেষ ষোলোয়।

লিগ কাপের এবার প্রথম আসর। এই আসরে মেসির ছোঁয়ায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ইন্টার মিয়ামি। স্বাগতিক অরল্যান্ডো সিটির বিপক্ষে দুর্দান্ত জয়ই তার প্রমাণ।

এ নিয়ে তিন ম্যাচে ৫ গোল করলেন মেসি। প্রথম ম্যাচে একটি, পরের দুই ম্যাচে ২টি করে গোল এলো তার কাছ থেকে। বুধবার রাতেও মেসি শুরুতে এগিয়ে দিয়েছিলেন দলকে। ম্যাচের সপ্তম মিনিটেই রবার্ট টেলরের লফটেড বলটিকে ধরে নিয়ে দুর্দান্ত এক ভলিতে অরল্যান্ডোর পেদ্রো গ্যালেসকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়ে দেন মেসি।

১০ মিনিট পরই অবশ্য ম্যাচে ফিরে আসে অরল্যান্ডো। ১৭তম মিনিটে সিজার আরাউজোর দুর্দান্ত এক গোলে সমতায় ফেরে অরল্যান্ডো। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ।

ম্যাচের ৭২তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে তৃতীয় গোল করে ইন্টার মিয়ামির জয় নিশ্চিত করেন লিওনেল মেসি। ম্যাচের ৬৩তম মিনিটে বার্সেলোনা থেকে আসা ডিফেন্ডার জর্ডি আলবাকে মাঠে নামান কোচ জেরার্ডো মার্টিনো। সে সঙ্গে যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হলো তার। শুধু তাই নয়, সে সঙ্গে সাবেক সতীর্থ লিওনেল মেসি এবং সার্জিও বুস্কেটসের সঙ্গে খেলার সুযোগ পেলেন তিনি।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা