• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

টাকার বিনিময়ে ব্লু চিহ্ন: প্রোফাইল পরিবর্তনে করতে দেবে না ফেসবুক

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৬ মার্চ ২০২৩  

মেটা মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইনস্টাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য ‘মেটা ভেরিফায়েড’ সাবক্রিপশন পরিষেবা চালু করেছে। এর ফলে প্ল্যাটফর্ম দুটির ব্যবহারকারীরা আর্থিক ফি’র বিনিময়ে নীল টিক ব্যাজ বা অ্যাকাউন্ট যাচাইকরণ সুবিধা পাবেন।

মেটা ভেরিফায়েড পরিষেবা পেতে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের ওয়েব সংস্করণের জন্য প্রতি মাসে ১২ মার্কিন ডলার এবং আইওএস সংস্করণের জন্য ১৫ মার্কিন ডলার ব্যয় করতে হবে।

ভেরিফায়েড ব্যাজের জন্য আবেদন করার পর ব্যবহারকারীরা তাদের প্রোফাইলের তথ্য পরিবর্তন করতে পারবেন না। যার মধ্যে রয়েছে- প্রোফাইল নাম, ইউজার নাম ও জন্ম তারিখ। এসব তথ্য পরিবর্তনের অপশনগুলো বন্ধ করে দেবে মেটা। অর্থাৎ ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ার পর এসব তথ্য পরিবর্তন করার সুযোগ পাবেন না ব্যবহারকারীরা। 

কোনো কারণে প্রোফাইল নাম, ইউজার নাম কিংবা জন্ম তারিখ পরিবর্তন করার প্রয়োজন পড়লে ভেরিফায়েড ব্যাজ পরিষেবাটি প্রথমে আনসাবস্ক্রাইব করতে হবে ব্যবহারকারীদের এবং তারপর আবার নতুন করে আবেদন করতে হবে। 

এক ব্লগ পোস্টে মেটা বলেছে, ইনস্টাগ্রাম এবং ফেসবুকের অ্যাকাউন্টগুলোতে কোনো পরিবর্তন হবে না, যেগুলো ইতিমধ্যে নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে যাচাইকরণ হয়েছে।

মেটা আরও বলেছে, অ্যাকাউন্ট যাচাইকরণ ব্যবস্থার অনুমোদন পেতে ইনস্টাগ্রাম ও ফেসবুকে থাকা ‘ইউজার নাম’-এর মিল থাকতে হবে সরকারের দেওয়া পরিচয়পত্রের সঙ্গে। এ ছাড়া, ব্যবহারকারীকে এমন কোনো ছবি প্রোফাইল পিকচার হিসেবে রাখতে হবে, যেখানে তার চেহারা দেখা যায়। 

তথ্যসূত্র: দ্য হিন্দু

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা