• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরায় দু’টি জাবা মাছ বিক্রি হলো ৫৫ হাজার টাকায়

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৪  

 সাতক্ষীরায় সুন্দরবনের রায়মঙ্গল নদী থেকে ধরা পড়া তিন ও আড়াই কেজি ওজনের দু’টি জাবা মাছ ৫৫ হাজার টাকায় বিক্রি করেছে দুই জেলে। সোমবার শ্যামনগর উপজেলার সোনারমোড় মৎস্য আড়তে কালিঞ্চি গ্রামের অলিউর রহমান এবং শাহিন আলম মাছ দুটি বিক্রি করেন। এর আগে অপর দুই সহযোগী মিলে সুন্দরবনের দাড়গাং এলাকা থেকে তারা জাল দিয়ে মাছ দু’টি শিকার করেন।

জেলে অলিউর জানান, ৩০ ডিসেম্বর বনবিভাগের অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ শিকারে যায়। টানা চার দিনে তেমন কোন মাছ না মিললেও পঞ্চম দিনে রায়মঙ্গল নদীর দাড়গাং এলাকায় জাল পাতার পর অন্যান্য মাছের সাথে দু’টি মাঝারি সাইজের জাবা মাছ জালে আটকা পড়ে। রোববার লোকালয়ে ফিরে সোমবার তারা জাবা মাছ দু’টি শ্যামনগরের মাজাট গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামানের কাছে ৫৫ হাজার টাকা বিক্রি করেছেন।

ব্যবসায়ী নুরুজ্জামান জানান, ওষুধ তৈরী করার জন্য বিদেশে জাবা মাছের ফুলকার বিশেষ চাহিদা থাকায় তার মূল্যও বেশী। এমন সাইজের মাছ ১২ থেকে ১৫ হাজার টাকা প্রতি কেজি দাম রয়েছে। তিনি আরও জানান, মাছ দুটি চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে বিক্রি করবেন সামান্য কিছু লাভ রেখে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা