• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

দেবহাটায় ডা. রুহুল হকের পক্ষে নেতাকর্মীদের ব্যপক প্রচারণা

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩  

দেবহাটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি’র পক্ষে ব্যপক প্রচার প্রচারণা অব্যহত রেখেছেন দলীয় নেতাকর্মীরা। প্রতিদিন সকাল-সন্ধ্যা লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও সভা-সমাবেশ চলছে পাড়া মহল্লায়।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে কর্মী-সমর্থকদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ভোটারদের সামনে সরকারের উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন।

বিকাল ৩টায় পারুলিয়া ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রের কমিটির সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী ও মনিরুল ইসলাম মনি, পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোসলেহ উদ্দীন মুকুল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম খোকন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় পারুলিয়া সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা।

এদিকে বিকাল ৪টা থেকে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে পারুলিয়ার কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠান বৈঠক করেছেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, সদস্য অহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা কৃষকলীগ নেতা আবুল হোসেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক নির্মল কুমার মন্ডল, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান কেল্টু, ইউপি সদস্য নাজিম সরদার, শ্রমিক লীগ নেতা শহিদুল ইসলাম বাবু, সাবেক ইউপি সদস্য গাজী শহিদুল্যাহ সহ দলীয় নেতাকর্মীরা।

এসকল নির্বাচনী প্রচারণা কর্মসূচি থেকে দেশের চলমান উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্ভয়ে স্ব-স্ব ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতিকে ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে বিজয়ী করতে দলমত নির্বিশেষে সকল ভোটারদের প্রতি আহবান জানানো হয়।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা