• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের সাতক্ষীরা

সাতক্ষীরয় পরিত্যক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার

আজকের সাতক্ষীরা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩  

সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ১৮টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) গ্রামের পাকা রাস্তার পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাসটিকের ব্যাগ ভর্তি অবস্থায় এই ককটেল উদ্ধার করে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে, কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর (শেখপাড়া) প্রামের পাকা রাস্তার পার্শ্বে পরিত্যক্ত অবস্থায় প্লাসটিকের ব্যাগে কিছু ককটেল পড়ে আছে। বিষয়টি সর্ম্পকে অবগত হয়ে সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল ও র‌্যাব-৬ এর অভিজ্ঞ বোম ডিসপোজাল টিম রাত পৌনে ৯টার দিকে সেখানে অভিযান চালায়।

এসময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি প্লাসটিকের ব্যাগে ভর্তি অবস্থা ১৮টি ককটেল উদ্ধার করে। পরে ঘটনাস্থলেই ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়। ককটেলগুলি অত্যন্ত শক্তিশালী এবং গোলাবারুদ দ্বারা তৈরি ছিল,যা বিস্ফোরণ হলে যানবাহনে আগুন ধরে যাওয়া এবং আরোহীদের আহত ও নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ধারকৃত ককটেলগুলি নাশকতার কাজে ব্যবহার হওয়ার সম্ভাবনা ছিল। পরবর্তীতে উক্ত বিষয়ে রাতেই সাতক্ষীরার কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।

র‌্যাব -৬ সাতক্ষীরা সিপিসি -১ এর কোম্পানি কমান্ডার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

আজকের সাতক্ষীরা
আজকের সাতক্ষীরা